কুলোর ডগে নেচেই গেল পরান

BAUL LYRICS_

কুলোর ডগে নেচেই গেল পরান
Dharmadas Bairagi

সুর:- "একবার বিদায় দে মা ঘুরে আসি" এই গানটির সুরে।

কুলোর ডগে নেচেই গেল পরান
কুলোর ডগে নেচেই গেল পরান
না হইলাম আগড়া মথরা না হইলাম ধান  
আমি না হইলাম আগড়া মথরা
না হইলাম ধান
কুলোর ডগে নেচেই গেল পরান।। 

ত্যাগ করিয়া কাকের সঙ্গ
ময়ূর বেশে সাজাই অঙ্গ হায়রে
সকল আশা হলো ভঙ্গ
রঙ্গ অবসান
কুলোর ডগে নেচেই গেল পরান।।

রং বাহারে শিমুল হলাম
যৌবনে রতন হারাইলাম হায়রে
জোয়ার বয়ে গেল কখন
বইছে ভাঁটার টান
কুলোর ডগে নেচেই গেল পরান।।


চিংড়ি হয়ে অল্প জলে
প্রমোদ করি কৌতুহলে হায়রে
রুই মৃগেল হয়ে জলের তলে
বাসা না বাধিলাম
কুলোর ডগে নেচেই গেল পরান।।

কর্মফলের ঘূর্ণিপাকে
ধরম কাঁদে পথের বাঁকে হায়রে
বলদ হয়ে চিনি বয়ে
আস্বাদ না পাইলাম
কুলোর ডগে নেচেই গেল পরান।।


PANDULIPI



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Guru Bondona

Baul Song Lyrics By Dharmadas Bairagi ধীর হও স্থির হও