পোস্টগুলি

baul pandulipi লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Baul Lyrics Dharmadas Bairagi

তার দেখা পাই না গো সই Dharmadas Bairagi তার দেখা পাই না গো সই যে আমায় দেখায় স্বপন সেও ধরা দেয় না ধরা লুকিয়ে থাকে কোথায় কখন। না জানি কোথা তার বসতি না জানি তার পথের গতি না জানি কেমন পিরিতি না জানি যায় আসে কখন।। না জানি তার কিবা স্বরুপ না জানি কিবা অরুপ না জানি কি বা অপরূপ না জানি কেমন তারা গঠন।। না জানি তার যজন যাজন না জানি তার কি অধ্যয়ন না জানি তার কি আরাধন না জানি ভজন-সাধন।। না জানি তার ধরম করম না জানি তার কিবা মরম না জানি মোর বিফল জনম না জানি এ কবে হবে মরণ।। না জানি তার কিবা খেলা না জানি ভেবে গেল বেলা না জানি মোর ভরা বেলা না জানি তা কূল পাবে কখন।।

কুলোর ডগে নেচেই গেল পরান

ছবি
BAUL LYRICS_ কুলোর ডগে নেচেই গেল পরান Dharmadas Bairagi সুর:- "একবার বিদায় দে মা ঘুরে আসি" এই গানটির সুরে। কুলোর ডগে নেচেই গেল পরান কুলোর ডগে নেচেই গেল পরান না হইলাম  আগড়া   মথরা  না হইলাম ধান    আমি না হইলাম আগড়া মথরা না হইলাম ধান কুলোর ডগে নেচেই গেল পরান ।।  ত্যাগ করিয়া কাকের সঙ্গ ময়ূর বেশে সাজাই অঙ্গ হায়রে সকল আশা হলো ভঙ্গ রঙ্গ অবসান কুলোর ডগে নেচেই গেল পরান ।। রং বাহারে শিমুল হলাম যৌবনে রতন হারাইলাম হায়রে জোয়ার বয়ে গেল কখন বইছে ভাঁটার টান কুলোর ডগে নেচেই গেল পরান ।। চিংড়ি হয়ে অল্প জলে প্রমোদ করি কৌতুহলে হায়রে রুই মৃগেল হয়ে জলের তলে বাসা না বাধিলাম কুলোর ডগে নেচেই গেল পরান ।। কর্মফলের ঘূর্ণিপাকে ধরম কাঁদে পথের বাঁকে হায়রে বলদ হয়ে চিনি বয়ে আস্বাদ না পাইলাম কুলোর ডগে নেচেই গেল পরান ।। PANDULIPI