Baul Song Lyrics By Dharmadas Bairagi ধীর হও স্থির হও
Expand your soul with baul Song
Discover the beauty of spiritual wisdom from baul monks
With SoulNotes, you can explore the ancient teachings of baul monks and learn how to live with more soulful joy.
Recharge your soul.
Refresh your soul with the uplifting music and lyrics of baul monks. Let SoulNotes help you reconnect to your inner self.
এই গানটি রচনা করেন বাউল সাধক শিল্পী ধর্ম্মদাস বৈরাগী ওনার গুরুদেব শ্রী শ্রী স্বামী শিবানন্দ সরস্বতীর আদেশ ও আশির্বাদে।।
ধীর হও স্থির হও
হইও না চঞ্চল
এক লক্ষ করে থাকো মিলিবে সকল।।
এক ব্রহ্ম দ্বিতীয় নাই
এই কথা তো শুনছে সবাই
ব্রহ্মচর্য্য না থাকলে ভাই
দেহ গাড়ি হয় বিকল।।
মন টলিলে পবন টলে
টললে পবন বিন্দু টলে
তখন জন্ম হবে জীবের কুলে
কাটবে না মায়ার শিকল।।
ওজঃ ধাতু ভবেৎ প্রান
গোঁসাই শিবানন্দ করেন প্রমান
বিন্দু ধারন পোষন করণ প্রধান
ধর্ম্মদাসে কয় কেবল।।
মন্তব্যসমূহ