পোস্টগুলি

BAUL GAN লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ঝুলন-দোলায় এসো জগজনমোহন

ঝুলন দোলায় এসো জগজনমোহন গোপীজনবল্লভ রসিক শেখর এসো ব্রজসুন্দর রাজ রাজেশ্বর বৃন্দাবন ধন নবীন কিশোর।। তোমারি দেওয়া তনু সঁপিয়া তোমায় পুলকিত হব অনুরাগের ভালোবাসায় যতনে গাথিয়া মালা পরায়ে তোমায় রসালাপ করিব সারা নিশি ভোর।। সকলি তোমারি লীলা ওগো লীলাময় অপ্রাকৃত প্রেম দিও গো ওগো প্রেমময় ইহ-পরকালে মোর তুমি গো আশ্রয় দরসে পরশে সদা রহিবো বিভোর।। শীতল চরনো তব এই মিনতি গ্রহণ করিও করিও পিরিতে আরতি সর্ব ইন্দ্রীয় দিয়া জানাই প্রণতি সফল করো গো প্রিয় এ বাসনা মোর।। ধর্ম্মদাস বৈরাগী  

কুলোর ডগে নেচেই গেল পরান

ছবি
BAUL LYRICS_ কুলোর ডগে নেচেই গেল পরান Dharmadas Bairagi সুর:- "একবার বিদায় দে মা ঘুরে আসি" এই গানটির সুরে। কুলোর ডগে নেচেই গেল পরান কুলোর ডগে নেচেই গেল পরান না হইলাম  আগড়া   মথরা  না হইলাম ধান    আমি না হইলাম আগড়া মথরা না হইলাম ধান কুলোর ডগে নেচেই গেল পরান ।।  ত্যাগ করিয়া কাকের সঙ্গ ময়ূর বেশে সাজাই অঙ্গ হায়রে সকল আশা হলো ভঙ্গ রঙ্গ অবসান কুলোর ডগে নেচেই গেল পরান ।। রং বাহারে শিমুল হলাম যৌবনে রতন হারাইলাম হায়রে জোয়ার বয়ে গেল কখন বইছে ভাঁটার টান কুলোর ডগে নেচেই গেল পরান ।। চিংড়ি হয়ে অল্প জলে প্রমোদ করি কৌতুহলে হায়রে রুই মৃগেল হয়ে জলের তলে বাসা না বাধিলাম কুলোর ডগে নেচেই গেল পরান ।। কর্মফলের ঘূর্ণিপাকে ধরম কাঁদে পথের বাঁকে হায়রে বলদ হয়ে চিনি বয়ে আস্বাদ না পাইলাম কুলোর ডগে নেচেই গেল পরান ।। PANDULIPI

চল মন প্রেমানন্দে নিত্যানন্দ ধাম

ছবি
BAIRAGI BAUL BAUL LYRICS চল মন প্রেমানন্দে নিত্যানন্দ ধাম  (১৪৭) DHARMADAS BAIRAGI