Guru Bondona
GURU BONDONA
🙏🏻
গুরুদেব দয়া কর দীনজনে
পদের ব্যাখ্যা (ধর্ম্মদাস বৈরাগী)
হে গুরুদেব এই জগত্সংসারের মায়া রুপি সাগর থেকে উদ্ধারকারক তুমি, মানব দেহের ছয় রিপুর বন্ধন থেকে মুক্ত করো,তোমার এই দাস মায়ার হাত থেকে উদ্ধার না পাওয়ার ভয়ে তোমার শরণাপন্ন হয়েছি, হে গুরুদেব তোমার কৃপা ধনের দরিদ্রকে কৃপা করো।
হে গুরুদেব তোমার সূর্য সমআলোয় আমার হৃদয়ের অন্ধকার দূর করো, তুমিই অনাদির আদি কৃষ্ণ, গোবিন্দ তুমি প্রজা পালনকর্তা তুমই শংকর, বেদ শাস্ত্রে তোমাকে পরমব্রহ্ম আখ্যা দেয়া হয়েছে, হে গুরুদেব তোমার কৃপা ধনের দরিদ্রকে কৃপা করো।
আমার সতত চঞ্চল মন কে তোমার সবথেকে নির্মম অস্ত্র অঙ্কুশ(অঙ্কুশ- ঢাঙ্গস, খ্যাপা হাতি কে শান্ত করতে যে অস্ত্র ব্যবহার করা হয়) দিয়ে শাসন করো, হে প্রভু এই মানব জীবনথেকে উদ্ধারকর্তা হিসেবে আমার সামনে এসে উপস্থিত হও, তোমার গুন ও গান সমস্ত দেবগন অবহিত, হে গুরুদেব তোমার কৃপা ধনের দরিদ্রকে কৃপা করো।
আমার শরীরে মূলাধার চক্রে অবস্থিতা সাড়ে তিন প্যাচে অধোমুখী চির নিদ্রায় নিদ্রিতা শক্তিকে তুমি জাগিয়ে তোল, মূলাধার স্বাধিষ্ঠান মনিপুর অনাহত বিশুদ্ধাক্ষ আজ্ঞাচক্র এই ষটচক্র ভেদ করে তোমার স্বধামে নিয়ে চলো, আমার মনের দিবারাত্রি চঞ্চলতাকে তুমি দূর করো ঠাকুর, হে গুরুদেব তোমার কৃপা ধনের দরিদ্রকে কৃপা করো।
হে গুরুদেব আমার এই ষড়রিপু কে পরাজিত করার মঙ্গলনায়ক তুমি, সুখ-শান্তির বর এবং অভয়দান করো, আধ্যাত্বিক আদিভৌতিক আদিদৈবিক এই ত্রিতাপ জ্বালা থেকে তোমার নাম গুণের কারণে আমি যেন উদ্ধার পাই, হে গুরুদেব তোমার কৃপা ধনের দরিদ্রকে কৃপা করো।
আমার মান অভিমানের প্রভাবকে চূর্ণ করে তোমার মত নিরাকার তৈরী করো হে, এই গতিহীন কে তোমার পথে চলার সময়ে রক্ষা করো, তোমার ভক্তি ধন থেকে বঞ্চিতোর কারণে আমার হৃদয় ভীত হে গুরুদেব তোমার কৃপা ধনের দরিদ্রকে কৃপা করো।
তোমার নাম সাধকের পক্ষে সব সময় শুভ হোক, আমি এই মানব জীবনে পতিত হয়ে পড়ে আছি আমাকে উদ্ধার করো হে প্রভু, তোমার মহিমা যেন আমি শুদ্ধ মনে অনুভব করতে পারি, হে গুরুদেব তোমার কৃপা ধনের দরিদ্রকে কৃপা করো।
হে সৎ গুরু তুমি ঐশী শক্তি দান করো, এই জগতে আসা যাওয়া যে যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করো, আমার মন কে তোমার শ্রী চরণে থেকে কখনো বঞ্চিত করো না, হে গুরুদেব তোমার কৃপা ধনের দরিদ্রকে কৃপা করো।
জয় গুরু 🙏🏻 গুরু কৃপাহি কেবলম
মন্তব্যসমূহ