পোস্টগুলি

Baul Song Lyrics By Dharmadas Bairagi ধীর হও স্থির হও

ছবি
Expand your soul with baul Song Discover the beauty of spiritual wisdom from baul monks With SoulNotes, you can explore the ancient teachings of baul monks and learn how to live with more soulful joy. Recharge your soul . Refresh your soul with the uplifting music and lyrics of baul monks. Let SoulNotes help you reconnect to your inner self. এটি একটি আধ্বাযাত্মিক তত্ত্ব যুক্ত পুরাতন বাউল গান  এই গানটি রচনা করেন বাউল সাধক শিল্পী ধর্ম্মদাস বৈরাগী ওনার গুরুদেব শ্রী শ্রী স্বামী শিবানন্দ সরস্বতীর আদেশ ও আশির্বাদে।। ধীর হও স্থির হও হইও না চঞ্চল এক লক্ষ করে থাকো মিলিবে সকল।। এক ব্রহ্ম দ্বিতীয় নাই এই কথা তো শুনছে সবাই ব্রহ্মচর্য্য না থাকলে ভাই দেহ গাড়ি হয় বিকল।। মন টলিলে পবন টলে টললে পবন বিন্দু টলে তখন জন্ম হবে জীবের কুলে কাটবে না মায়ার শিকল।। ওজঃ ধাতু ভবেৎ প্রান গোঁসাই শিবানন্দ করেন প্রমান বিন্দু ধারন পোষন করণ প্রধান ধর্ম্মদাসে কয় কেবল।। "This has opened eyes to the power of spiritual wisdom."

Baul Lyrics Dharmadas Bairagi

তার দেখা পাই না গো সই Dharmadas Bairagi তার দেখা পাই না গো সই যে আমায় দেখায় স্বপন সেও ধরা দেয় না ধরা লুকিয়ে থাকে কোথায় কখন। না জানি কোথা তার বসতি না জানি তার পথের গতি না জানি কেমন পিরিতি না জানি যায় আসে কখন।। না জানি তার কিবা স্বরুপ না জানি কিবা অরুপ না জানি কি বা অপরূপ না জানি কেমন তারা গঠন।। না জানি তার যজন যাজন না জানি তার কি অধ্যয়ন না জানি তার কি আরাধন না জানি ভজন-সাধন।। না জানি তার ধরম করম না জানি তার কিবা মরম না জানি মোর বিফল জনম না জানি এ কবে হবে মরণ।। না জানি তার কিবা খেলা না জানি ভেবে গেল বেলা না জানি মোর ভরা বেলা না জানি তা কূল পাবে কখন।।

ঝুলন-দোলায় এসো জগজনমোহন

ঝুলন দোলায় এসো জগজনমোহন গোপীজনবল্লভ রসিক শেখর এসো ব্রজসুন্দর রাজ রাজেশ্বর বৃন্দাবন ধন নবীন কিশোর।। তোমারি দেওয়া তনু সঁপিয়া তোমায় পুলকিত হব অনুরাগের ভালোবাসায় যতনে গাথিয়া মালা পরায়ে তোমায় রসালাপ করিব সারা নিশি ভোর।। সকলি তোমারি লীলা ওগো লীলাময় অপ্রাকৃত প্রেম দিও গো ওগো প্রেমময় ইহ-পরকালে মোর তুমি গো আশ্রয় দরসে পরশে সদা রহিবো বিভোর।। শীতল চরনো তব এই মিনতি গ্রহণ করিও করিও পিরিতে আরতি সর্ব ইন্দ্রীয় দিয়া জানাই প্রণতি সফল করো গো প্রিয় এ বাসনা মোর।। ধর্ম্মদাস বৈরাগী  

কুলোর ডগে নেচেই গেল পরান

ছবি
BAUL LYRICS_ কুলোর ডগে নেচেই গেল পরান Dharmadas Bairagi সুর:- "একবার বিদায় দে মা ঘুরে আসি" এই গানটির সুরে। কুলোর ডগে নেচেই গেল পরান কুলোর ডগে নেচেই গেল পরান না হইলাম  আগড়া   মথরা  না হইলাম ধান    আমি না হইলাম আগড়া মথরা না হইলাম ধান কুলোর ডগে নেচেই গেল পরান ।।  ত্যাগ করিয়া কাকের সঙ্গ ময়ূর বেশে সাজাই অঙ্গ হায়রে সকল আশা হলো ভঙ্গ রঙ্গ অবসান কুলোর ডগে নেচেই গেল পরান ।। রং বাহারে শিমুল হলাম যৌবনে রতন হারাইলাম হায়রে জোয়ার বয়ে গেল কখন বইছে ভাঁটার টান কুলোর ডগে নেচেই গেল পরান ।। চিংড়ি হয়ে অল্প জলে প্রমোদ করি কৌতুহলে হায়রে রুই মৃগেল হয়ে জলের তলে বাসা না বাধিলাম কুলোর ডগে নেচেই গেল পরান ।। কর্মফলের ঘূর্ণিপাকে ধরম কাঁদে পথের বাঁকে হায়রে বলদ হয়ে চিনি বয়ে আস্বাদ না পাইলাম কুলোর ডগে নেচেই গেল পরান ।। PANDULIPI

চল মন প্রেমানন্দে নিত্যানন্দ ধাম

ছবি
BAIRAGI BAUL BAUL LYRICS চল মন প্রেমানন্দে নিত্যানন্দ ধাম  (১৪৭) DHARMADAS BAIRAGI  

দূর থেকে শুধু দেখিব তোমায়

দূর থেকে শুধু দেখিব তোমায় কাছে নাহি যাব প্রিয় মনে মনে শুধু ভালো বসিবার অধিকার টুকু দিও।। চাতকের মতো হয়ে পিপাসিত রহিব অনেক দূরে জানিতে তোমায় দেবো নাগো মোর নয়নের বারি ঝুরে।। ভিখারী হয়ে দাঁড়াব না আর কখনো তোমার সম্মুখে আমার জীবন দুখে ভরা থাক হব সুখী তব সুখে।। বাধা হয়ে কভূ দাঁড়াব না আমি তোমার চলার পথে দূর থেকে দেখে সুখী হব আমি তোমার আলোক রথে ।।

Bairagi Baul Blog Description

ছবি
 BAIRAGI BAUL  হিন্দু সনাতন ধর্মের সাধক সাধিকা মানবজাতির মুক্তির পথ সহজলভ্য করার জন্য আধ্যাত্ম বিষয় নিয়ে  বাউলের ভাষায় যে  গান রচনা করে গেছেন সেই গানের কিছু অপ্রকাশিত স্বরলিপি এখানে প্রকাশ করতে চলেছি। এছাড়াও জনপ্রিয় বাউল গানের তত্ত্ব নিয়ে  প্রাঞ্জল বাংলা ভাষায়  বিস্তর আলোচনা আসতে চলেছে এই ব্লগে। তাই সমস্ত বাউল প্রেমী ভক্ত ও আধ্যাত্ম চেতনা সম্বন্ধে  আগ্রহী  ব্যক্তিদের কাছে আমন্ত্রণ রইল এই ব্লগ চ্যানেলে আগত ব্লগ পোস্টগুলি মনোযোগ সহকারে পড়ে উপলব্ধি করার  ও আধ্যাত্মিক চেতনায় সচেতন হয়ে নিজের মুক্তির পথকে সহজলভ্য করার।