দূর থেকে শুধু দেখিব তোমায়
দূর থেকে শুধু দেখিব তোমায়
কাছে নাহি যাব প্রিয়
মনে মনে শুধু ভালো বসিবার অধিকার টুকু
দিও।।
চাতকের মতো হয়ে পিপাসিত রহিব অনেক দূরে
জানিতে তোমায় দেবো নাগো মোর নয়নের বারি
ঝুরে।।
ভিখারী হয়ে দাঁড়াব না আর কখনো তোমার
সম্মুখে
আমার জীবন দুখে ভরা থাক হব সুখী তব
সুখে।।
বাধা হয়ে কভূ দাঁড়াব না আমি তোমার চলার
পথে
দূর থেকে দেখে সুখী হব আমি তোমার আলোক
রথে ।।
মন্তব্যসমূহ