পোস্টগুলি

কুলোর ডগে নেচেই গেল পরান

ছবি
BAUL LYRICS_ কুলোর ডগে নেচেই গেল পরান Dharmadas Bairagi সুর:- "একবার বিদায় দে মা ঘুরে আসি" এই গানটির সুরে। কুলোর ডগে নেচেই গেল পরান কুলোর ডগে নেচেই গেল পরান না হইলাম  আগড়া   মথরা  না হইলাম ধান    আমি না হইলাম আগড়া মথরা না হইলাম ধান কুলোর ডগে নেচেই গেল পরান ।।  ত্যাগ করিয়া কাকের সঙ্গ ময়ূর বেশে সাজাই অঙ্গ হায়রে সকল আশা হলো ভঙ্গ রঙ্গ অবসান কুলোর ডগে নেচেই গেল পরান ।। রং বাহারে শিমুল হলাম যৌবনে রতন হারাইলাম হায়রে জোয়ার বয়ে গেল কখন বইছে ভাঁটার টান কুলোর ডগে নেচেই গেল পরান ।। চিংড়ি হয়ে অল্প জলে প্রমোদ করি কৌতুহলে হায়রে রুই মৃগেল হয়ে জলের তলে বাসা না বাধিলাম কুলোর ডগে নেচেই গেল পরান ।। কর্মফলের ঘূর্ণিপাকে ধরম কাঁদে পথের বাঁকে হায়রে বলদ হয়ে চিনি বয়ে আস্বাদ না পাইলাম কুলোর ডগে নেচেই গেল পরান ।। PANDULIPI

চল মন প্রেমানন্দে নিত্যানন্দ ধাম

ছবি
BAIRAGI BAUL BAUL LYRICS চল মন প্রেমানন্দে নিত্যানন্দ ধাম  (১৪৭) DHARMADAS BAIRAGI  

দূর থেকে শুধু দেখিব তোমায়

দূর থেকে শুধু দেখিব তোমায় কাছে নাহি যাব প্রিয় মনে মনে শুধু ভালো বসিবার অধিকার টুকু দিও।। চাতকের মতো হয়ে পিপাসিত রহিব অনেক দূরে জানিতে তোমায় দেবো নাগো মোর নয়নের বারি ঝুরে।। ভিখারী হয়ে দাঁড়াব না আর কখনো তোমার সম্মুখে আমার জীবন দুখে ভরা থাক হব সুখী তব সুখে।। বাধা হয়ে কভূ দাঁড়াব না আমি তোমার চলার পথে দূর থেকে দেখে সুখী হব আমি তোমার আলোক রথে ।।

Bairagi Baul Blog Description

ছবি
 BAIRAGI BAUL  হিন্দু সনাতন ধর্মের সাধক সাধিকা মানবজাতির মুক্তির পথ সহজলভ্য করার জন্য আধ্যাত্ম বিষয় নিয়ে  বাউলের ভাষায় যে  গান রচনা করে গেছেন সেই গানের কিছু অপ্রকাশিত স্বরলিপি এখানে প্রকাশ করতে চলেছি। এছাড়াও জনপ্রিয় বাউল গানের তত্ত্ব নিয়ে  প্রাঞ্জল বাংলা ভাষায়  বিস্তর আলোচনা আসতে চলেছে এই ব্লগে। তাই সমস্ত বাউল প্রেমী ভক্ত ও আধ্যাত্ম চেতনা সম্বন্ধে  আগ্রহী  ব্যক্তিদের কাছে আমন্ত্রণ রইল এই ব্লগ চ্যানেলে আগত ব্লগ পোস্টগুলি মনোযোগ সহকারে পড়ে উপলব্ধি করার  ও আধ্যাত্মিক চেতনায় সচেতন হয়ে নিজের মুক্তির পথকে সহজলভ্য করার।