দূর থেকে শুধু দেখিব তোমায় কাছে নাহি যাব প্রিয় মনে মনে শুধু ভালো বসিবার অধিকার টুকু দিও।। চাতকের মতো হয়ে পিপাসিত রহিব অনেক দূরে জানিতে তোমায় দেবো নাগো মোর নয়নের বারি ঝুরে।। ভিখারী হয়ে দাঁড়াব না আর কখনো তোমার সম্মুখে আমার জীবন দুখে ভরা থাক হব সুখী তব সুখে।। বাধা হয়ে কভূ দাঁড়াব না আমি তোমার চলার পথে দূর থেকে দেখে সুখী হব আমি তোমার আলোক রথে ।।
BAIRAGI BAUL হিন্দু সনাতন ধর্মের সাধক সাধিকা মানবজাতির মুক্তির পথ সহজলভ্য করার জন্য আধ্যাত্ম বিষয় নিয়ে বাউলের ভাষায় যে গান রচনা করে গেছেন সেই গানের কিছু অপ্রকাশিত স্বরলিপি এখানে প্রকাশ করতে চলেছি। এছাড়াও জনপ্রিয় বাউল গানের তত্ত্ব নিয়ে প্রাঞ্জল বাংলা ভাষায় বিস্তর আলোচনা আসতে চলেছে এই ব্লগে। তাই সমস্ত বাউল প্রেমী ভক্ত ও আধ্যাত্ম চেতনা সম্বন্ধে আগ্রহী ব্যক্তিদের কাছে আমন্ত্রণ রইল এই ব্লগ চ্যানেলে আগত ব্লগ পোস্টগুলি মনোযোগ সহকারে পড়ে উপলব্ধি করার ও আধ্যাত্মিক চেতনায় সচেতন হয়ে নিজের মুক্তির পথকে সহজলভ্য করার।