পোস্টগুলি

ডিসেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ঝুলন-দোলায় এসো জগজনমোহন

ঝুলন দোলায় এসো জগজনমোহন গোপীজনবল্লভ রসিক শেখর এসো ব্রজসুন্দর রাজ রাজেশ্বর বৃন্দাবন ধন নবীন কিশোর।। তোমারি দেওয়া তনু সঁপিয়া তোমায় পুলকিত হব অনুরাগের ভালোবাসায় যতনে গাথিয়া মালা পরায়ে তোমায় রসালাপ করিব সারা নিশি ভোর।। সকলি তোমারি লীলা ওগো লীলাময় অপ্রাকৃত প্রেম দিও গো ওগো প্রেমময় ইহ-পরকালে মোর তুমি গো আশ্রয় দরসে পরশে সদা রহিবো বিভোর।। শীতল চরনো তব এই মিনতি গ্রহণ করিও করিও পিরিতে আরতি সর্ব ইন্দ্রীয় দিয়া জানাই প্রণতি সফল করো গো প্রিয় এ বাসনা মোর।। ধর্ম্মদাস বৈরাগী